ইন্টারনেট কী এবং এর মালিক কে? | ইন্টারনেটের এ বি সি ডি (Basics of Internet)
ইন্টারনেট (Internet) কি এবং Internet-কে আমরা কি কি ভাবে ব্যবহার করতে পারি? আজকে আমরা এর বেসিক (Fundamental) এবং বিস্তারিত (Details) দুটোই জানবো। শুরুকরা যাক (Lets start) -
একে ইন্টারনেট নেটওয়ার্কও বলা হয়। যেখানে সমস্ত নেটওয়ার্ক একে অপরের সাথে সংযুক্ত থাকে।
এটা হচ্ছে একটা বা একের অধিক নেটওয়ার্কের নেটওয়ার্ক (Networks of the Networks or Networks of the group of Networks) যার মাধ্যমে আপনি বা আপনারা সবাই একজন আরেকজনের সাথে যোগাযোগ করতে পারেন। এর জন্য আপনারা বিভিন্ন ধরনের তথ্য আদান প্রদানের জন্য বিভিন্ন ধরনের ইলেকট্রনিক ডিভাইস বা যন্ত্র (Electronic Device) ব্যবহার করছেন ।
এটা হচ্ছে একটা বা একের অধিক নেটওয়ার্কের নেটওয়ার্ক (Networks of the Networks or Networks of the group of Networks) যার মাধ্যমে আপনি বা আপনারা সবাই একজন আরেকজনের সাথে যোগাযোগ করতে পারেন। এর জন্য আপনারা বিভিন্ন ধরনের তথ্য আদান প্রদানের জন্য বিভিন্ন ধরনের ইলেকট্রনিক ডিভাইস বা যন্ত্র (Electronic Device) ব্যবহার করছেন ।
যেমন ধরুন মোবাইল ফোন (Mobile Phone), কম্পিউটার (Computer), ল্যাপটপ (Laptop), ট্যাব (Tab), টিভি (TV), রেডিও (Radio), Video Calling device ইত্যাদি এগুলো সবই এখাকটা ইলেকট্রনিক ডিভাইস মাত্র। যতক্ষণ না আপনারা এই ডিভাইসের মধ্যে কোনো নেটওয়ার্ক ইনসটল (install) করছেন ততক্ষন পর্যন্ত এই যন্ত্রগুলো (Electronic devices) যন্ত্রই থেকে যাবে।
আরো একটু বিস্তারিত(in details) ভাবে বলতে গেলে কিছু উদাহরণের মাধ্যমে বলা যেতে পারে। যেমন আপনি একটা মোবাইল ফোন কিনলেন, কেনার পরেই সেটা কাজ শুরু করে দেয়? উত্তর না। তারজন্য আপনাকে কোনো কোম্পানির নেটওয়ার্কের সাথে যুক্ত হতে হয়। যেমন ইন্ডিয়া-তে ভোডাফোন নেটওয়ার্ক (Vodafone Network), বি.এস.এন.এল নেটওয়ার্ক (BSNL/VSNL Network), রিলায়েন্স নেটওয়ার্ক(Reliance Network) / JIO, আইডিয়া নেটওয়ার্ক(Idea Network) ইত্যাদি-র যেকোনো একটা ব্যবহার করতে হয়। আবার TV কিনে আনার সাথে সাথেই কি TV চালু হয়ে যায়? উত্তর না। এর জন্য আপনাকে স্থানিয় কেবল টিভি ব্রডব্যান্ড নেটওয়ার্ক (Local Cable TV Broadband Network) বা বিভিন্ন কোম্পানির এইচডিটিভির (HD TV / Dish TV / Airtel DTH / SKY TV etc.) নেটওয়ার্কের সাহায্য নিতে হয় তবেই আপনি টিভি সিরিয়াল (TV Serial) বা মুভি (Movie) দেখতে পারেন। তাহলে বুঝতে পেরেছেন নেটওয়ার্ক কি এবং এর কত গুরুত্ব।
এবার আসি নেটওয়ার্কের ধরণ (Types of Network) অর্থাৎ নেটওয়ার্ক কত ধরণের হতে পারে।
Network - > LAN (Local Area Network)
MAN (Metropolitan Area Network )
WAN (Wide Area Network)
Human Network -> Nuclear Family
Group Family / Big Family
Relatives (Group of Families)
Public
ইন্টারনেট কী এবং এর মালিক কে? | ইন্টারনেটের এ বি সি ডি (Basics of Internet)
Reviewed by Ashok Sen
on
5/02/2020
Rating:
Reviewed by Ashok Sen
on
5/02/2020
Rating:

No comments: