Top Ad unit 728 × 90

Computer জিনিসটা কি - বেসিক টা জেনে নিন বাংলায় | What is Computer Banglay

কম্পিউটার হচ্ছে একটা ইলেক্ট্রনিক যন্ত্র।  যার মাধ্যমে আমরা অনেক কিছু করতে পারি। এটা একটা input-process-output র যন্ত্র বা সংক্ষেপে একে IPO System-ও বলা হয়। 

আপনারা বলতে পারেন কম্পিউটারটা অনেকটা ক্যালকুলেটর বা রোবটের মতো। বা বলতে পারেন ক্যালকুলেটর থেকে অনেক বেশি কিছু।  ক্যালকুলেটরে যেমন আপনি input দেন তারপর output বের হয় ঠিক কম্পিউটারেও তাই হয়। 

আবার আপনি রোবটের কথা শুনেছেন যে ওটা একটা যন্ত্র মাত্র।  রোবট নিজে কিছু করতে পারে না। কিন্তূ রোবটকে মানুষ যে ভাবে program করে দেয় ও সেইভাবেই কাজটি করে।  কম্পিউটারও একটি যন্ত্র মাত্র।  এটা নিজে কিছু করতে পারে না।  এটিকে মানুষ যে ভাবে program করে দেয় ও সেইভাবেই কাজটি করে।


 Computer কে আমরা মানুষের সাথে তুলনা করতে পারি।  যেমন মানুষের memory আছে আবার কম্পিউটারেরও মেমরি আছে। 
Computer জিনিসটা কি - বেসিক টা জেনে নিন বাংলায় | What is Computer Banglay Reviewed by Ashok Sen on 5/02/2020 Rating: 5

No comments:

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.